মাত্র ২ মিনিটেই Gmail Account Open করুন নিজে নিজেই

প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি একজন অনলাইন এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য নয়।

কারন আপনি ইতিমধ্যেই জানেন যে কিভাবে Gmail Account Open করা যায়। তাই আপনি এই ব্লগটি না পড়লেও সমস্যা হবে না আশা করছি।

ধরে নিচ্ছি আপনি কিছুই জানেন না জিমেইল অ্যাকাউন্ট খোলা সম্পর্কে, তাহলে এই ব্লগটি আপনাকে হেল্প করবে কিভাবে আপনি কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই মাত্র ২ মিনিতেই Gmail Account Open করবেন।

আপনি আপনার ফোন থেকেই ওপেন করতে পারবেন যেজন্য আপনাকে যা যা করতে হবে তা আমি লিখেও দিচ্ছি এবং স্ক্রিনশটের সাহায্যেও দিয়ে দিচ্ছি, যেন আপনি নিজে নিজেই Gmail Account Open করতে পারেন।

আপনি যদি ভিডিওতে দেখতে চান তাহলে নিম্নের ভিডিওটি দেখতে পারেন;

Gmail Account Open করার সহজ ধাপ সমূহ

ধাপ-১ঃ প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন, সেটি হতে পারে Google Chrome, Safari, Brave, Opera বা অন্য কিছু।

মাত্র ২ মিনিটেই Gmail Account Open - ধাপ ১

ধাপ-২ঃ এবার ব্রাউজারের সার্চবারে “google.com” টাইপ করে প্রবেশ করুন।

ধাপ-৩ঃ এবার নিম্নের “অ্যাকাউন্ট তৈরি করুন” এ ক্লিক করার পর, যেসব কাজের জন্য আপনি Gmail Account Create করতে চাচ্ছেন, সেটি নির্বাচন করুন।

মাত্র ২ মিনিটেই Gmail Account Open - ধাপ ২

ধরে নিচ্ছি আপনি আপনার নিজের ব্যবহারের জন্য গুগল-এর অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলে; “আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য” নির্বাচন করুন।

ধাপ-৪ঃ এখানে আপনার নামের প্রথম এবং শেষ অংশ দিতে হবে, সেটি দিন। আপনার ইমেইল আইডি’র ইউজারনেম দিন।

মাত্র ২ মিনিটেই Gmail Account Open - ধাপ ৩

মনে রাখবেন; ইউজারনেম কখনোই পরিবর্তন যোগ্য নয়। ফলে এখনি সঠিক ইউজারনেম নির্বাচন করুন।

যেমনঃ আপনার নাম যদি হয়ঃ Abdul Malek.

সেক্ষেত্রে, আপনার ইউজারনেম বা ইমেইল এইডী হতে পারে [email protected]. এখানে ( @gmail.com) আপনাকে নির্বাচন বা লিখতে হবে না।

নোটঃ আপনার দেওয়া ইউজারনেম যদি পূর্বে কেউ নিয়ে থাকে, তাহলে আপনি সেটি নিতে পারবেন না।

Google  এর ইমেইল এইডি নির্বাচন করার কিছু টিপস

  1. সবচেয়ে কম অক্ষরের মধ্যে ইমেইল এইডি রাখার চেষ্টা করুন।
  2. অযথা নাম্বার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  3. নিজের মোবাইল নাম্বার Email ID তে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  4. নিজের নাম ছাড়া অন্য কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  5. সহজেই মনে রাখা যায়, এমন Email ID তৈরি করার চেষ্টা করুন।

পাসওয়ার্ড তৈরিঃ

পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে, যেমনঃ

  • সর্বনিম্ন ৮ সংখ্যার পাসওয়ার্ড হতে হবে
  • নিম্নে একটি বড় এবং একটি ছোট অক্ষর হতে হবে
  • একটি বর্ণ, একটি সাংক্ষেতিক চিহ্ন থাকতে হবে
  • একটি সংখ্যা বা ডিজিট থাকতে হবে

আমি উপরের স্ক্রিনশটে দেখিয়েছি কিভাবে একটি পাসওয়ার্ড সেট করবেন। তবে আপনি আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, আপনার নিরাপত্তা বাড়ানোর জন্য।

ধাপ-৫ঃ আপনার ব্যবহৃত ইমেইল ফোন নাম্বারটি দিন, এখানে একটি ৬ সংখ্যার কোড যাবে, সেটি দিয়ে পরিবর্তী ধাপে যান।

ধাপ-৬ঃ এই ধাপে আপনাকে নির্বাচন করতে হবে আপনার জন্ম তারিখ, রিকোভারি ইমেইল এবং আপনার লিঙ্গগত পরিচয়।

মাত্র ২ মিনিটেই Gmail Account Open - ধাপ ৫

রিকোভারী ইমেইল হচ্ছেঃ যদি কোন কারনে আপনার ইমেইল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, বা আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি উক্ত ইমেইল ব্যবহার করে সেটি আবার ফিরিয়ে আনতে পারবেন।

তবে আপনার যদি অন্য কোন ইমেইল না থাকে, তাহলে সেটি বাদ দিতে পারেন। এতে কোন সমস্যা নেই।

ধাপ-৭ঃ এই ধাপে আপনাকে শুধু গুগল-এর শর্তাবলীতে রাজি থাকতে হবে, তাদের শর্তসমূহ আপনি চাইলে পড়ে নিতে পারেন, এবং পরবর্তী ধাপে আপনি তাদের গোপনীয়তা নিয়েও জানতে পারেন।

সেগুলো তে “I Agree” বা “আমি রাজি” দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

বেশ! আপনার ইমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তবে আরও একটি জিনিস বাকি আছে, চলুন সেটি দেখি।

Gmail এ নিজের ছবি দেওয়া’র প্রক্রিয়া

Email বা Google অ্যাকাউন্টে নিজের ছবি দেওয়া অনেকটাই ফেইসবুকের ছবি দেওয়ার মতি সহজ। দেখুন নিচের ধাপ সমূহঃ

১। ব্রাউজারের কোণায় আপনার ইমেইল এর উপর ক্লিক করুন, সেখান থেকে “ক্যামেরা” আইকনে ক্লিক করুন।

২। “প্রোফাইল ছবি যোগ করুন” এ ক্লিক করুন।

৩। “ডিভাইসে সেভ করা ফটো” তে ক্লিক করে আপনার মোবাইল থেকে ছবি আপলোড করুন।

৪। এবার আপনার ছবি সেভ করে ফেলুন।

মাত্র ২ মিনিটেই Gmail Account Open ধাপ ১০

হয়ে গেল আপনার ইমেইল বা গুগল অ্যাকাউন্টে নিজের ছবি প্রোফাইল হিসেবে দেওয়ার সহজ কাজটি।

শেষ কথা

উপরের যেসব কাজ গুলো দেখানো হয়েছে, এগুলো খুবই বেসিক কাজ। যা যেকেউ করতে পারে কোন প্রকার অনলাইন জ্ঞান ছাড়াই।

আপনি হয়ত আগেই জানতেন কিভাবে একটি ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তবে আপনি চাইলে তাদের কাছে এটি শেয়ার করতে পারেন, যারা জানে না কিভাবে একটি ইমেইল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয়।

অহ! আরেকটি বিষয়! আপনি কি জানেন বর্তমানে SEO নিয়ে কি পরিমানের চাহিদা? এসইও’র বর্তমান মার্কেট ক্যাপ কত?

এখনি জেনে আসুন এই ব্লগে

Was This Article Helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *