আপনি যখনই ওয়েবসাইট স্পিড চেক করেছেন, নিশ্চয় Core Web Vital ইস্যু দেখতে পেয়েছেন, তাই না?
আমি জানি, আপনি অনেক ভাবেই চেষ্টা করেছেন এই ইস্যু থেকে মুক্তি পেতে, কিন্তু আদৌ কি সমাধান পেয়েছেন? মনে হয় না! পেয়ে থাকলেও সমস্যা নাই। আরো একটি দারুণ সমাধান দেখবেন এই ব্লগে।
আমি নিজেও এমন সমস্যায় ছিলাম, সেটার সমাধান খোঁজতে গিয়ে পেয়েছি এক দারুণ সমাধান।
তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একদম শূন্য কোর ওয়েব ভাইটাল অপ্টিমাইজড ওয়ার্ডপ্রেস থিম, যা আপনার ওয়েবসাইটের গতি নিশ্চিত করবে ১০০ তে ১০০।
ফ্রিতে ডাউনলোড করুন Rishi Theme.
কেন Rishi Theme সেরা?
একটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে “স্পীড” অন্যতম। আর আপনার ওয়েবসাইটের ভিজিটর ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট স্পীডের উপর অনেক বেশি ফোকাস রাখতে হবে।
Rishi Theme আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজেশন ছাড়াই গতিশীল করে তুলবে, কেননা এটিকে তৈরিই করা হয়েছে স্পীড সুপার অপ্টিমাইজড করে। যা আপনাকে কোনো প্রকার কোড এডিট বা প্লাগিন যুক্ত করা ছাড়াই গতি প্রদান করবে।
Rishi Theme শুধু গতির জন্যঃ
Rishi Theme এ আপনি পাবেন শূন্য CLS (Cumulative Layout Shift), যা কিনা একটি ওয়েবসাইটের স্পীদের জন্য হুমকিস্বরূপ। কিন্তু এটি ব্যবহারে আপনার কোনো প্রকার CLS ইস্যু আসবে না। এমনকি আপনাকে কোনো থার্ড-পার্টি প্লাগিনও ব্যবহার করতে হবে না।
Rishi Theme পার্ফরমেন্সের জন্যঃ
Rishi Theme এ আপনি পাবেন বিল্ড-ইন পার্ফরমেন্স, ফলে আপনাকে কোনো কিছুই করতে হবে না থিমের পার্ফরমেন্স বৃদ্ধি করার জন্য। কোনো প্রকার jQuery Code ব্যবহার করা হয় নি এই থিমে, ফলে jQuery লোডিং এর সময় লাগবে না। যা নিশ্চিত করবে ১০০/১০০ ওয়েবসাইট গতি।
১ সেকেন্ডেরও কম সময়ে আপনার ভিজিটররা পেজ লোড করতে সক্ষম হবে, কেননা প্রতিটি পেজ তোরি করা হয়েছে ৮০ কেবি’রও কম মেমোরি নিয়ে। ফলে যেকোনো নেটওয়ার্কে পেজ লোড হবে রকেট গতিতে।
Rishi Theme এর প্রতিটি কোড লিখা হয়েছে প্রফেশনাল কোডার দিয়ে, ফলে প্রতিটি লাইন অপ্টিমাইজড এবং SEO-Friendly, যা নিশ্চিত করে ওয়েবসাইটের গতি এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন।
Rishi Theme ব্লগিং এর জন্য –
আপনি যদি Rishi Theme কে প্রফেশনাল ব্লগিং এর জন্য ব্যবহার করতে চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য যুগান্তকারী সিগ্ধান্ত। কেননা এটি যেসব ফিচার্স আপনাকে প্রদান করবে, তা অন্যান্য থিমে পাওয়া কঠিন।
তাহলে চলুন দেখে নিই ব্লগিং এর জন্য কি কি ফিচার্স রয়েছে Rishi Theme এ;
১. এড ব্লকার ডিটেক্টর
প্রথমেই আসি রেভিনিউ নিয়ে আলোচনায়, আপনার ওয়েবসাইটে যদি Google বা PropellerAds অথবা অন্যান্য কোনো ডিসপ্লে এড থাকে, তাহলে এই ফিচার টি আপনার জন্য অনেক উপকারী হবে।
আপনি হয়ত জানেন যে, প্রায় অনেকেই তাদের ব্রাউজারে “AdBlocker” ব্যবহার করে যেন তাদের কাছে “ডিসপ্লে এড” না পৌঁছায়।
AdBlocker ডিটেক্টর ফিচারটি যেকোনো প্রকার AdBlocker প্লাগিন বা এক্সটেনশন খোঁজে সেগুলো বন্ধ করার জন্য ভিজিটরকে বাধ্য করবে। যার ফলে ওয়েবসাইট Ads ব্রাউজারে দেখা যাবে।
সুতরাং এটি আপনার রেভিনিউকে বাড়াতে সাহায্য করবে, যা আপনার ব্লগিং ক্যারিয়ারকে আরো বেশি সমৃদ্ধ্য করে তুলবে। এটি ব্যবহার করে আপনি ২৬-৩০ শতাংশ রেভিনিউ বৃদ্ধি করতে পারবেন।
২। বহু অথোর ক্রেডিবিলিটি এবং এসইও
আপনি জানেন কি যে প্রায় ৬২.৯৬ শতাংশ পাঠক বিচার করে বহু অথোর নিয়ে। তারা সব থেকে বেশি মুল্যায়ন করে বহু অথোর সমৃদ্ধ্য পেজ গুলোকে।
এটি আপনার Expertise, Authoritativeness, Trustworthiness বৃদ্ধি করে, যা সাহায্য করবে আপনার সার্চ ইঞ্জিন র্যাকিং এর জন্য।
৩। স্টিকি প্রোমো
আপনি যদি আপনার ওয়েবসাইটে এফিলিয়েট প্রোডাক্ট প্রোমোট করে থাকেন, তাহলে এই ফিচারসটি হতে পারো আপনার অতিরিক্ত আয়ের অন্য রকম কার্যকরী মাধ্যম।
আপনি এটির মাধ্যমে আপনার এফিলিয়েট প্রোডাক্ট প্রোমট করতে পারবেন, ফলে আপনি একি ট্রাফিক ব্যবহার করে আয়’এর স্ক্যাল বাড়াতে পারছেন খুব সহজেই।
এটি ব্যবহার করার ফলে আপনাকে অন্য কোন প্রোমোটিং পদ্ধতি ব্যবহার করতে হবে না। বিষয়টা দারুণ না?
৪। এফিলিয়েট Disclosure
একজন এফিলিয়েট মার্কেটের বা ব্লগার দের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে ট্রাফিক-দের কাছে বিস্বসতা। আপনি যদি আপনার এফিলিয়েট এর ব্যপারে বিস্বসতা অর্জন করতে না পারেন, তাহলে আপনার আয় কম হওয়ার সুযোগ থাকবে।
আপনি কি ভিজিটরদের বিশ্বাস অর্জন করতে চান না? অবশ্যই চান!
বিশ্বততা অর্জন করতে হলে আপনাকে এফিলিয়েট ডিসক্লোজার দিতেই হবে, যে আপনার ভিজিটর পূর্বে থেকেই অবগত থাকে আপনার কমিশন আয়ের ব্যপারে।
ফলে সেটি আপনার জন্য বৈধ এবং Trustworthy হবে আপনার এবং আপনার ভিজিটরদের জন্য।
৫। অটোলোড পোস্টস
ভিজিটরদের সাথে এংগেজমেন্ট বাড়ানোর জন্য অটোমেটিং লোডিং ফিচারটি অনেক বেশী কার্যকরি হবে। যখনই আপনার কোন ভিজিটর পেজ স্ক্রোল করবে, এর আগেই
কম সময়ে পেজ অটোলোড হয়ে থাকবে।
আপনি এখানে ৩ ধনের অপশনস পাবেন;
- অটোলোড পোস্ট ফিল্টার অপশন পাবেন
- পেজ লোড সংখ্যা সেট করতে পারবেন
- এক পোস্ট থেকে অন্য পোস্টের স্পেস সেট করতে পারবেন
এখানেই শেষ নয়, আরো অনেক ফিচার্স রয়েছে। যা আপনি ব্যবহারে উপলব্ধি করতে পারবেন যে কেন আপনার উচিত Rishi Theme ব্যবহার করা।
আরো জানতে এখানে ক্লিক করুন।
Rishi Theme For FREE?
Rishi Theme আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সনে যেসব ফিচার্স দিয়েছে, সেগুলো ব্যবহার করে আপনি একটি সম্পূর্ন কাস্টোমাইজড ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কোনো প্রকার পূর্বের অভিজ্ঞতা ছাড়াই।
আপনাকে কোনো প্রকার কোড লিখতে হবে না এটি কাস্টোমাইজ করার জন্য, একটি ড্যাশবোর্ডে সকল প্রকার কাস্টোমাইজেশনের অপশনস পেয়ে যাবেন। আর এমনকি, এটির সম্পূর্ন ডকুমেন্টেশন তো রয়েছেই আপনার জন্য।
Rishi Theme এর ডকুমেন্টেশন দেখুন।
আপনি যদি প্রো লেভেলে কাজ করতে চান, তাহলে আপনাকে তাদের প্রো-প্যানের যেকোনো একটি প্ল্যান ক্রয় করে নিতে হবে। তাদের বেশ কিছু প্ল্যান রয়েছে।
আপনি আপনার চাহিদা মত যেকোনো প্ল্যান ক্রয় করতে এখানে ক্লিক করুন।
শেষ কথা
আপনি যদি ভালো একটি থিম চান, যেখানে কোনো প্রকার অতিরিক্ত কাস্টোমাইজেশনের জামেলা থাকবে না, থাকবে না কোনো স্পীড সমস্যা। তাহলে আপনি পছন্দ করতে পারেন Rishi Theme.
ফ্রিতে Rishi Theme যেসব ফিচার্স অফার করছে, তা আপনি অন্য কোনো থিমে পাবেন না। ফলে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনার বাজেট নেই প্রো থিম ক্রয় করার।
আপনাকে শুরুতেই প্রফেশনালী ব্যবহার করার জন্য বলবো না, আপনি শুধু মাত্র একবার ডেমো ইম্পোর্ট করে দেখুন। আশা করছি আপনি এটি পছন্দ করতে বাধ্য হবেন।
আমি নিজেও এই ওয়েবসাইটে Rishi Theme ব্যবহার করছি।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
আর হ্যাঁ, কেমন হয়েছে আপনার ওয়েবসাইটের ডিজাইন এবং স্পিড সেটি জানাতে ভুলবেন না, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।