কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করতে হয়? গাইড 2022

ইতিপূর্বে আপনারা জেনেছেন ডোমেইন এবং হোস্টিং কি। কিন্তু অনেকেই বুঝেন না যে, কিভাবে একটি ব্রান্ডেড ডোমেইন ক্রয় করা যায়, যা কিনা আপনাকে দীর্ঘ-সময়ের জন্য ভালো মানের পরিষেবা দিবে।

এখানে জানতে পারবেন, কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করতে হয় এর সম্পূর্ন গাইডলাইন। তাহলে পড়ে ফেলুন সম্পূর্ন ব্লগটি। আশা করছি আপনার উপরকার হবে।

এর আগে ছোট্ট করে বলে ফেলি ডোমেইন কি?

ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের ঠিকানা, যা একটি ওয়েবসাইটের নাম এবং পরিচয় বহন করে। এটি মূলত ICNN (Internet Corporation for Assigned Names and Numbers) এর কাছ থেকে Registration করে নিতে হয়।

কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করতে হয়?

এটি জানার আগে আপনাকে জানতে হবে আপনি কোন উদ্দেশ্যে ক্রয় করবেন। কি কাজ করবেন, কিসের জন্য ক্রয় করবেন।

এসব কিছু প্রশ্ন আপনি আপনাকে করুন, যদি উত্তর পেয়ে থাকেন তাহলে ভালো। না পেলেও সমস্যা নেই। পড়তে থাকুন সব কিছু বুঝিয়ে বলা হয়েছে।

এখানে আমি কিছু ক্যাটাগরির উপর বিবেচনা করে আলোচনা করবো যে আপনি এভাবে আপনি ভালো ডোমেইন নির্বাচন করতে সক্ষম হবেন।

কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করা হয় - Blogging domain name selection

১। ব্লগিং এর জন্যঃ-

ধরে নিচ্ছি আপনি শুরুতেই ব্লগিং করবেন, তাই আপনার একটি ভালো মানের মান-সম্পন্ন ডোমেইন দরকার। তাহলে এখানে যেসব ফ্যাক্টরের কথা বলবো সেগুলো অনুসরণ করলে আশা করছি আপনি নিজেই একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করতে পারবেন।

প্রথমেই লক্ষ্য করুন আপনি নিশ কি?

ধরে নিচ্ছি একটি মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন। যেমনঃ ছেলেদের জুতা বা মেয়েদের বোরকা এই রকম কিছু নিয়ে ব্লগিং করবেন।

তাহলে ডোমেইন নাম নির্বাচন করার সময় লক্ষ্য রাখবেন যেন, কিওয়ার্ড ডোমেইন এর মধ্যে চলে আসে।

যেমনঃ

  • allmanshoes.com
  • manshoes.com
  • manshoesreview.com
  • manshoesshop.com
  • womanborkha.com
  • womanborkhasreviews.com
  • getwomanborkhas.com

ইত্যাদি আরো নানা প্রকার ডোমেইন আপনি নির্বাচন করতে পারবেন। এতে লাভ কি হবে?

আপনি যদি কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে ডোমেইন নির্বাচন করতে পারেন, তাহলে সেটি সার্চ রেজাল্টে আগে আসার সম্ভাবনা থাকে। (এটি গ্যারান্টিড না)।

আপনার এসইও-এর উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং হয়ে থাকে।

আরেকটু সহজ করে দিচ্ছি, ধরুন আপনার কী-ওয়ার্ড হচ্ছে “manshoes” এটা যদি আপনি খালি না পান, তাহলে কি করবেন?

আপনি আপনার কী-ওয়ার্ডের আগে পরে কিছু suffix এবং pre-fix যুক্ত করতে পারেন। যেমন উপরে উদাহারন হিসেবে দেখিয়েছি।

আশা করছি এই টুকু বুঝতে পারলে আপনি নিজেই আপনার প্রথম ব্লগিং এর জন্য ভালো মানের একটি ডোমেইন নির্বাচন করতে পারবেন।

কিছু কথাঃ

  1. চেষ্টা করবেন ডোমেইন নামের ওয়ার্ড ১৫ টির বেশি না হয়। যেমনঃ “manshoes” এখানে ৮ টি ওয়ার্ড রয়েছে।
  2. ডোমেইনে কোনো নাম্বার বা সংখ্যা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  3. কোনো শর্ট ফর্ম ব্যবহার করবেন না। যেমনঃ ‘you’ এর পরিবর্তে “u” ব্যবহার করবেন না।
  4. খুব দরকার না হলে ডোমেইন এর মাঝে হাইফেন ‘-‘ ব্যবহার করবেন না।
কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করা হয় - personal domain name selection

২. নিজের জন্যঃ-

নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতে চাইলে আপনার উচিৎ নিজের নামে’র ডোমেইন ক্রয় করা। এটিই সব থেকে উত্তম বিবেবচনা হবে।

কেননা, আপনি যখন আপনার পরিচয় কাউকে দিতে যাবেন অনলাইনের মাধ্যমে, তখন আপনার উচিৎ আপনার নামের ডোমেইনটি প্রদান করা।

ফলে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে।

যেমনঃ আমার নাম “মোঃ আকরাম হোসাইন”। এখানে আমি ডোমেইন ক্রয় করেছি “akramhossain.com” এটি।

মনে করুন, আপনার নামের ডোমেইনটি কেউ আগে থেকেই কিনে ফেলেছে, তাহলে কি করবেন?

চিন্তার কিছু নেই, আপনার নামের আগে পরে কিছু একটা লাগিয়ে ফেলুন।

ধরে নিলাম, আমার নামের ডোমেইন (akramhossain.com) অন্য কেউ ক্রয় করে ফেলেছে। তাহলে আমি নির্বাচন করবো (helloakram.com/akramhossain.info/akramhossain.net) ইত্যাদি নানান এক্সটেনশন দিয়ে চেষ্টা করবো।

যদি দেখুন যে, অন্য কোনো এক্সটেনশনেও খালি পাচ্ছেন তাহলে Suffix বা Prefix যুক্ত করে চেষ্টা করুন।

যেমনঃ akrampro.com, theakram.com, theakramhossain.net ইত্যাদি।

তবে এমন কোনো Extension ব্যবহার করবেন না, যেগুলো দেখলে স্প্যামি মনে হয় যেমনঃ akramhossain.xyz, akramhossain.cyou ইত্যাদি ডোমেইন এক্সটেনশন ব্যক্তিগত ব্যবহারের জন্য পছন্দ না করাই উত্তম।

কিভাবে একটি ব্র্যান্ডেড ডোমেইন নির্বাচন করা হয় - Business Domain Name selection

৩। ব্যবসায়ীক কাজের জন্যঃ-

যেকোনো ব্যবসায়ীক কাজের জন্য আপনার উচিৎ সব থেকে মিনিংফুল ডোমেইন নির্বাচন করা। কেননা আপনি ব্যবসা পরিচালনা করতে প্রথমেই ব্যবসার একটি নাম নির্ধারন করতে হয়। যা মিনিংফুল বা অর্থবহুল হতে হয়।

ধরে নিচ্ছি, আপনি একটি ই-কমার্স প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করছেন শুধুমাত্র একটি কস্মেটিক্স এর উপর ভিত্তি করে।

তাহলে আপনার উচিৎ একটি অর্থ-বহুল ডোমেইন নির্বাচন করা, যেমনঃ yourcosmeticshop.com, cosmetichous.com, mycosmetics.com ইত্যাদি ডোমেইন ক্রয় করুন।

এখানে আপনি এমন একটি ডোমেইন নিয়েছেন, যা আপনার ব্যবসাকে গ্রাহকদের সামনে তুলে ধরেছে। এই ডোমেইন গুলো যখন কোনো গ্রাহক দেখবে, তখন সেটা নিজে নিজেই বুঝে ফেলবে আপনার ওয়েবসাইটটি কিসের জন্য তৈরি।

অর্থাৎ আপনার নিশের সাথে মিল রেখে ব্যবসায়ীক ডোমেইন ক্রয় করার চেষ্টা করুন, যা আপনার ব্যবসাকে গ্রাহকদের কাছে পরিচিত করতে আরো বেশি সাহায্য করবে।

কিভাবে ডোমেইন ক্রয় করবেন?

একটি ডোমেইন ক্রয় করার জন্য বাংলাদেশ সহ আর অন্যান্য দেশের কিছু প্রোভাইডার রয়েছে, যারা Third-Party মাধ্যম হিসেবে ICANN এর কাছ থেকে আপনাকে ডোমেইন ক্রয় করার জন্য সাহায্য করে থাকে।

আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চাইলে বেশ কিছু প্রোভাইডার রয়েছে, তবে আমি আপনাকে বলবো DianaHost থেকে ক্রয় করুন। এছাড়া আপনার পছন্দ মত যেকোনো প্রোভাইডারদের কাছ থেকে নিতে পারেন।

তবে খেয়াল রাখবেন যেন, নতুন বা কম জনপ্রিয় কোন প্রোভাইডার না হয়, তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে।

এছাড়া যদি দেশের বাহির থেকে ক্রয় করতে চান তাহলে NameCheap এ আপনি সস্তায় ডোমেইন ক্রয় করতে পারবেন।

দুইটি থেকে যেকোনো একটির মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন খুব সহজেই। তবে NameCheap থেকে ক্রয় করার জন্য আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে।

যদি না থাকে তাহলে আপনি DianaHost থেকে ক্রয় করতে পারেন। সেখানে আপনি বাংলাদেশি পেমেন্ট মেথড ব্যবহার করে ক্রয় করতে পারবেন। যেমনঃ বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি।

১। প্রথমেই তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন।

২। আপনার ডোমেইনটি খোঁজ করুন।

৩। Cart এ যুক্ত করুন।

৪। পেমেন্ট সম্পন্য করুন।

ডান! আপনার ডোমেইন ক্রয় করা হয়ে গেছে। এবার আপনি যেকোনো হোস্টিং এর সাথে সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন।

কিভাবে ডোমেইন এবং হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হয়, তা নিয়ে বিস্থারিত লিখা হয়েছে। পড়তে এখানে ক্লিক করুন।

শেষ কথা

আপনি যদি নিজের জন্য বা ব্লগের জন্য অথবা ব্যবসায়ীক উদ্দেশ্যে ডোমেইন ক্রয় করতে চান। তাহলে আপনার উচিৎ সব কিছুর সাথে রিলিভেন্ট রেখে কাজ ডোমেইন ক্রয় করা।

আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ডোমেইন ক্রয় করলে সেটা আপনার নিজের বা ব্লগের ক্ষেত্রে ফল্প্রসূ হবে।

যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Was This Article Helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *