একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যেসব ইলিমেন্টস লাগে, এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ডোমেইন, হোস্টিং, এবং সিএমএস (Content Management System).
আপনারা ইত্যিপূর্বে জেনেছেন যে, ডোমেইন হোস্টিং কি, এবং কিভাবে একটি ডোমেইন এর সাথে হোস্টিং সংযুক্ত করতে হয়। এখন দেখবেন ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ “কিভাবে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়”।
আশা করছি আপনি আপনার পছন্দ মত ডোমেইন হোস্টিং ক্রয় করে কানেক্ট করতে পেরেছেন। তাহলে চলুন শুরু করি কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ওয়েবসাইটি লাইভ করবেন।
এর আগে জানা প্রয়োজন ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে একটি সিএমএস (Content Management System)। যা আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রিতে সকল স্ক্রিপ্ট তৈরি করে থাকে।
ওয়ার্ডপ্রেসের মূলত দুইটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছেঃ
- WordPress.com
- WordPress.org
এখানে আলোচনা করা হয়ে শুধুমাত্র WordPress.org নিয়ে।
এটি এখন পর্যন্ত সবার জন্য ফ্রি একটি মাধ্যম। যা মূলত তৈরি হয়েছে PHP প্রোগ্রামিং ভাষা দিয়ে। এটি ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
একটি অত্যন্ত নিরাপদ এবং সবার জন্য ব্যবহার উপযুগী একটি সফটওয়্যার। সারা বিশ্বের প্রায় ৩৩% ওয়েবসাইট তৈরি হয় ওয়েবসাইট সিএমএস ব্যবহার করে।
এটি ওয়েবসাইটে ইন্সটল করার পর, থীম (Theme) এবং প্লাগিন (Plugin) ব্যবহার করে ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করা হয়। পরবর্তি ব্লগে আপনাদেরকে জানাবো “Theme এবং Plugin” কি।
ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরেই আপনি মূলত থীম এবং প্লাগিন ব্যবহার করার সুযোগ পাবেন। তাই দেরি না করে চলুন দেখে নিই কিভাবে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় খুব সহজেই।
প্রসঙ্গক্রমে, আপনাকে কিন্তু কোনো ডেভোলাপার হায়ার করতে হবে না। এমনকি কোনো কোডও লিখতে হবে না ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য।
কিভাবে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়?
আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হলে প্রথমেই আপনাকে cPanel বা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। আশা করছি আপনি জানেন কিভাবে cPanel এ প্রবেশ করতে হয়।
ধাপ-১ঃ cPanel এর উপরে লিখুন “WordPress” অথবা স্ক্রল করে নিচে দেখুন “WordPress” বা “WordPress Manager by Softacolous” লিখা আছে লোগো সহ। সেটি তে ক্লিক করুন।

ধাপ-২ঃ আপনি এই ধাপে দেখতে পাবেন সকল ওয়েবসাইটের তালিকা, যেগুলোতে ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়েছে। যদি একদম নতুন হয়ে থাকে, তাহলে কিছুই দেখতে পাবেন না।
তাই “Install” এ ক্লিক করুন।

ধাপ-৩ঃ এই ধাপটি অতি গুরুত্বপূর্ন, এখানে প্রতিটি সেকশন ভালোভাবে না দিলে আপনার ইন্সটলেশনে সমস্যা দেখা দিবে। তাই মনোযোগ সহকারে পড়ুন।

- প্রথমেই “Choose Protocol” থেকে আপনার ওয়েবসাইটের প্রটোকল অর্থাৎ আপনার ওয়েবসাইটের প্রোটোকল Pre-fix কি হবে সেটি নির্বাচন করুন; যেমনঃ https://, http://, https://www., http://www. এগুলোর মধ্যে আপনি নির্বাচন করুন “https://” যা কিনা সব থেকে বেশি নিরাপদ এবং ভালো।**
- এবার “Choose Domain” থেকে আপনার ডোমেইন টি নির্বাচন করুন, যেটিতে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান।
- “In Directory” ঘরটি ফাঁকা রাখুন। এটিতে কিছু দিলে সেইখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে। যেমনঃ যদি In Directory তে “me” দেওয়া হয়, আর ডোমেইন নির্বাচন করা হয় “akramhossain.com“। তাহলে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে “akramhossain.com/me” তে। তখন “akramhossain.com“এ ওয়ার্ডপ্রেস পাওয়া যাবে না।
- এখন ওয়ার্ডপ্রেসের ভার্সন নির্বাচন করুন। আপনি যখন ওয়ার্ডপ্রেসটি ইন্সটল করছেন, তখন হয়ত এর ভার্সন পরিবর্তন হবে। তখন সর্বশেষ ভার্সনটিই নির্বাচন করুন। এটিই নিরাপদ।
- “Site Name” এবং “Site Description” যা দেওয়া আছে, সেভাবেই রাখুন। পরবর্তিতে দেখাবো কিভাবে এগুলো পরিবর্তন করে নিজের নাম বা ওয়েবসাইটের নাম দেওয়া যায়।
- Admin Account ট্যাবটি অনেক গুরুত্বপূর্ন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের Username এবং Password দিবেন। ফলে এখানে By-Default এসব ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেগুলো কেটে নিজের মত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এবং ইউজারনেম আরো শক্তিশালী ব্যবহার করুন।
পরবর্তিতে আপনার একটি সচল Email দিন। - এবার স্ক্রল করে একদম নিচে “Install” বাটন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।

বুম! আপনার ওয়েবসাইটি ইন্সটল হয়ে যাবে মাত্র ২০-৩০ সেকেন্ডের মধ্যেই। আশা করছি এখন ইন্সটল হয়ে গেছে। এবার আপনি আপনার ওয়েবসাইটের Dashboard এ প্রবেশ করতে পারবেন “https://example.com/wp-admin/” এই রকল ইউআরএল ব্যবহার করে।
আপনার ওয়েবসাইটে সফল ভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেছে। এবার অপেক্ষা করুন কিভাবে একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি নিয়ে বিস্তারিত ব্লগ পাবলিশ করা হবে খুব শীগ্রিই।
শেষ কথা
আপনি যদি সফল ভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন। তাহলে আশা করছি বাকি কাজ গুলোও সফলতার সাথে করতে সক্ষম হবেন। আপনি যদি কোথাও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে চিন্তার কোনো কারন নেই।
কেননা, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে হেল্প করার জন্য সদা-প্রস্তুত। শুধু অপেক্ষা করুন। আপনার ওয়েবসাইট নিয়ে সমস্যার সমাধান পাবেন এই ওয়েবসাইটে।
এছাড়াও কোনো কিছু জানতে হলে নিচে কমেন্ট করুন উত্তর দেওয়া হবে খুব শীগ্রিই। আমার আরেকটি ওয়েবসাইট চাইলে ঘুরে আসতে পারেন। যেখানে আমি নিজেই অনেক ইংরেজি কন্টেন্ট পাবলিশ করে থাকি। সেটি হলো ‘ThePromotes – #1 Appsumo Deal Reviewer”